বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: মা বাবাকে বলেছিলেন, অনুপ থাকতে কেন ‘গুগাবাবা’য় অন্য কেউ গাইবে: সন্দীপ রায়

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ডিসেম্বর ২০২৩ ১৭ : ০০


২০২৩-এর শেষ লগ্নে ভারাক্রান্ত বাংলা গানের দুনিয়া। ১৫ ডিসেম্বর স্তব্ধ ‘গুপী গাইন’-এর কণ্ঠ। ৭৮ বছর বয়সে চলে গেলেন ড. অনুপ ঘোষাল। শোকের ছায়া বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। মাত্র ১৯ বছর বয়সে ছায়াছবির নেপথ্যশিল্পী হিসেবে হাতেখড়ি হয়েছিল তাঁর। সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিতে ‘গুপী’র কণ্ঠ হিসেবে। এই বাড়ি তাঁর সাক্ষী। প্রয়াত শিল্পীকে খুব কাছ থেকে দেখেছেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। বিষণ্ণ গলায় তিনি বলেছেন, ‘‘খারাপ লাগছে। খুবই খারাপ লাগছে। আমাদের সঙ্গে ওঁদের বহু বছরের পারিবারিক হৃদ্যতা।’’

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। তারপর থেকে রায় বাড়ির সঙ্গে তাঁর কথা হত ফোনে। সন্দীপ জানিয়েছেন, আসতে পারতেন না। তাঁর সঙ্গেও তেমন কথা হত না। অনুপবাবু কথা বলতেন পরিবারের বাকিদের সঙ্গে। নিয়মিত সবার খোঁজ নিতেন। ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিতে সেই সময়ের তারকা শিল্পীদের না নিয়ে অনুপবাবুকে কেন সত্যজিৎ রায় বেছেছিলেন? প্রসঙ্গ তুলতেই তাঁর বক্তব্য, ‘‘বাবা আগেই জানত, অনুপ ঘোষাল ছোট থেকে খুব ভাল গান করেন। তারপর বাবা নতুন ছবি বানাবে ঠিক করে। ‘গুপী গাইন বাঘা বাইন’-এর জন্য নতুন গলা চাই। তখন মা বাবাকে পরামর্শ দিয়েছিল, আমাদের ঘরের ছেলে অনুপ থাকতে অন্য গায়ক খুঁজতে যাবে কেন? বাবারও ততদিনে গান তৈরি। বাড়িতে ডেকে শোনাতেই অনুপ ঘোষাল সঙ্গে সঙ্গে তুলে শুনিয়েছিলেন। বাবার খুব পছন্দ হয়েছিল। বাকিটা ইতিহাস।’

সন্দীপ আরও জানিয়েছেন, অনুপবাবুর আগে তাঁর দিদি নমিতা ঘোষাল সত্যজিৎ রায়ের "চিড়িয়াখানা"য় "ভালবাসার তুমি কী বোঝ" গেয়েছিলেন। তার থেকেই ঘোষাল বাড়ির সঙ্গে লেক অ্যাভিউনে থাকাকালীন রায় পরিবারের হৃদ্যতা। ছায়াছবিতে নেপথ্য গায়ক হিসেবে তখনও অনুপবাবু আনকোরা। রায় পরিবার ঝুঁকি নিয়েছিল? নাকি, ছবির গান হিট হবে আগাম বুঝতে পেরেছিলেন সত্যজিৎ রায়? সন্দীপের কথায়, ‘‘ঝুঁকি তো বটেই। সেই সময় অনুযায়ী বড় বাজেটের ছবি। তাই ফলাফল নিয়ে চিন্তা ছিলই। তবে শিল্পীকে নিয়ে বাবার কোনও দুর্ভাবনা ছিল না। তাছাড়, ছবি তৈরির পরে সব পরিচালক ভাল কিছু আশা করেন। আমরাও করেছিলেন। ছবিমুক্তির পর দেখা গেল ছোট-বড় সবার মুখে মুখে গানগুলো ফিরছে। ছবির পাশাপাশি প্রত্যেকটা গান হিট।’’


অনুপ ঘোষালের মুকুটেও ‘গুপী গাইন বাঘা বাইন’ এবং ‘সত্যজিৎ রায়’ ছিলেন সেরা পালক। সন্দীপের মতে, এরপরে শিল্পী হিন্দি, বাংলা মিলিয়ে প্রচুর গান গেয়েছেন। বেশির ভাগ অত্যন্ত জনপ্রিয়। নিয়ম করে বিদেশেও গাইতে যেতেন। বিদেশে ওঁর বেশ কিছু ছাত্রছাত্রী আছেন। ব্যক্তি অনুপবাবু সম্পর্কে তাঁর বক্তব্য, খুবই অমায়িক, দিলখোলা, আন্তরিক ছিলেন। জমিয়ে আড্ডা দিতে ভালবাসতেন। হৈ হৈ করতেন। প্রচণ্ড প্রাণবন্ত। অনুপবাবু বহু ধারার গান গেয়েছেন। ছায়াছবির পাশাপাশি, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি হয়ে ঠুংরি, খেয়াল, ভজন, রাগপ্রধান— সবটাই তাঁর করায়ত্ত। প্রয়াত গায়কের কণ্ঠে কোন গান সন্দীপের বেশি ভাল লাগত? সত্যজিৎ-পুত্রের দাবি, ‘‘ওভাবে বলা খুব মুশকিল। সাগিনা মাহাতো রয়েছে। বিশেষ করে মাসুম ছবির বিখ্যাত গান, ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’। রাহুল দেব বর্মনের সুরে গেয়েছিলেন। এই সব গান ভোলার মতো নয়।’’




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

১২ বছর পর ফের জুটিতে সইফ-করিনা! ফ্যামিলি ড্রামা না থ্রিলার? কোন গল্প ফুটিয়ে তুলবেন?...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...



সোশ্যাল মিডিয়া



12 23